Skip to content

তার চেয়ে অনেক আরো

    তার চেয়ে অনেক আরো

    by Sreya Dutta

    আগুন থেকে আগুনে ঝাঁপ দিতে

    বড় ভয় করছিল আমার,

    কোথায় যেন আঙুল উঠল কয়েকশত…

    তুমি তো আকৃতিতেই আছো,

    হ্যাঁ সত্যি তো;

    আমিতো ভালো-ই আছি

    তাইতো থাকার কথা ছিল আমার

     

     

    তোমার চোখ দিয়ে, তোমাদের চোখ দিয়ে

    পৃথিবীকে দেখার কথা ছিল আমার |

    কিন্তু, কে বললো; তোমরা অন্ধ নও?

    তোমাদের দূরবল নয়?

    রক্তের ভেতর ফুটছে রক্ত,

    লাল রক্তের ভেতর নীল রক্ত,

     

    আগুন থেকে আগুনে ঝাঁপ দিতে

    আর ভয় করছে না আমার,

    আমি শিখে গেছি…

    আমি শিখে গেছি তোমাদের দূরবল চোখে আলো জ্বালাতে,

    আমি শিখে গেছি সিগন্যাল মেনে হাঁটতে

    সমূদ্র ঢেউ গুনতে গুনতে

    আমি আর হারাবো না নিজেকে

    ঢেউ হয়ে আছড়ে পড়বো

    এই পৃথিবীর বুকে

    এদোঁ গলির ভাঁজে

    শকুনের দলের সাথে লড়াঈ করেও;

    নিঃশ্বাস নেবো….

    গ্লিসারিন মাখা ঠোঁটে

    বাসে ট্রামে টাক্সিতে,

    গ্রীষ্মের চড়া রোদে

    কখোনো মেঘলা বৃষ্টিতে

    আমি থাকবো তার সাথে… … ..

    কারন,

    তার চেয়ে সে অনেক আরো,

                           অনেক আরো…..

    ~*~

    SreyaDutta
    Latest posts by SreyaDutta (see all)
    Tags: